আসসালামু আলাইকুম! টেকটিউনসে এটি আমার প্রথম টিউন।কোন ভুল হলে ক্ষমা করবেন।
আমরা যারা নামাজ পড়ি না তারাও রমজান মাসে নামাজ পড়ি।আজকে আপনাদের জন্য এমন একটা সফটওয়্যার নিয়ে এসেছি যা নামাজের সময় সুমধুর সুরে আজান দিবে।মক্কা,মদীনা,মিশরসহ অনেক শহরের আজান শুনতে পারবেন এই সফটওয়ারের মাধ্যমে।নামাজের সময় পিসিতে আমার মত কাজ করলে এই সফটওয়্যারই আপনাকে মনে করিয়ে দিবে নামাজ পড়ার কথা।
ইফতার করা,সেহেরী করা ইত্যাদিও আজান শুনে এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন।একদম সময়মত আজান দেয় এই সফটওয়্যার।
২৯ ডলারের এই সফটওয়্যারটি পাচ্ছেন একদম ফ্রি তে! সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ডাউনলোড করার পর সিস্টেম ট্রে থেকে সফটওয়্যারটি এক্সিট করবেন।এরপর দ্বিতীয় ফাইলটিতে ক্লিক করলেই সফটওয়ারটি ফুল ভার্সন হয়ে যাবে।
এরপর সফটওয়্যারটি ওপেন করলে আপনার লোকেশন চাবে।এভাবে লোকেশন সিলেক্ট করে দিন।
এরপর Save এ ক্লিক করুন।কাজ শেষ!
এখন পিসি আপনাকে জানিয়ে দিবে নামাজের সময়!
আর হ্যাঁ পিসির টাইম ঠিক রাখবেন সব সময়।এটা পিসির টাইমের উপর ডিপেন্ড করে আজান দিবে।টাইম ঠিক না রাখলে দেখা যাবে ইফতারের সময়ের আগেই ইফতার করে ফেলেছেন
এখন পিসি আপনাকে জানিয়ে দিবে নামাজের সময়!
আর হ্যাঁ পিসির টাইম ঠিক রাখবেন সব সময়।এটা পিসির টাইমের উপর ডিপেন্ড করে আজান দিবে।টাইম ঠিক না রাখলে দেখা যাবে ইফতারের সময়ের আগেই ইফতার করে ফেলেছেন
টিউনটি কেমন হয়েছে জানাবেন প্লিজ প্রথম টিউন তো তাই জানতে চাই আরকি! আশা করি সবার ভাল লাগবে আর সবার কাজেও আসবে এই সফটওয়ারটি! টেকটিউনসে এতদিন শুধু টিউন পড়েই গেছি,আজকে সাহস করে একটা টিউন করলাম।
রমজান মাসে সবাই নামাজ পড়ুন,অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করুন।